ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর শহীদ মিনারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। ফুল দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে ঘটিত সংঘর্ষে দুজন আহত হয়েছেন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আহতরা হলেন, উপজেলা চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরী গ্রামের সাজু মিয়ার ছেলে বিল্লাল ও ইছাপুর ইউনিয়নের মহরম আলীর ছেলে জীবন মিয়া। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুল দেওয়ার আগে দুই গ্রুপ বাকবিতন্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে ছুরিকাঘাতে দুইজন আহত হন।