Web Analytics

মঙ্গলবার রাতে জার্মানির রাজধানী বার্লিনে শতাধিক মানুষ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং গাজায় ইসরাইলের চলমান হামলার প্রতিবাদে মশাল মিছিল করেন। অংশগ্রহণকারীরা ক্রয়ৎসবার্গ এলাকার হোহেনশটাউফেন স্কয়ারে জড়ো হয়ে লণ্ঠন ও মোমবাতি হাতে নিয়ে হালেশেস টোর সাবওয়ে স্টেশনের দিকে অগ্রসর হন। আনাদোলু এজেন্সির তথ্যমতে, তারা ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং “ফ্রি ফিলিস্তিন”সহ বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে জার্মান সরকারের ইসরাইলপন্থী নীতির সমালোচনা করেন।

বিক্ষোভকারীরা বলেন, গাজায় ইসরাইলের হামলায় ব্যাপক মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে, যেখানে ২০২৩ সালের অক্টোবর থেকে প্রায় ৭০ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন। তাদের দাবি, পশ্চিমা দেশগুলো এই পরিস্থিতিতে নীরব ভূমিকা পালন করছে।

বিশ্লেষকদের মতে, বার্লিনের এই মশাল মিছিল ইউরোপজুড়ে ফিলিস্তিনের পক্ষে চলমান প্রতিবাদ আন্দোলনেরই অংশ, যা আন্তর্জাতিক মহলে মানবিক সহায়তা ও যুদ্ধবিরতির দাবিকে আরও জোরদার করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!