ঢাকার পল্লবীতে এক প্রতিবাদ সভায় বিএনপি নেতা আমিনুল হক বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা চায় বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রুপরেখার বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার সম্ভব বলেও জানান তিনি। তিনি গত ১৭ বছরের অবাধ নির্বাচন আন্দোলনের কথা তুলে ধরেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান ও মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্ব দেন। বিএনপি ক্ষমতায় এলে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার অঙ্গীকারও করেন। সভার আয়োজন করে এসপিজিআরসি কুর্মিটোলা ও উর্দুভাষী যুব ছাত্র আন্দোলন।