শনিবার থেকে সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা, খাগড়াছড়ি, হবিগঞ্জের চুনারুঘাট, ঝিনাইদহের মহেশপুর ও মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে আরও ১৭৫ জনকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটকের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। পরিচয় নিশ্চিতের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।