ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টিজনিত পাহাড়ধসে বাস চাপা পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভাল্লু সেতুর কাছে দুর্ঘটনাটি ঘটে। হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাওয়া বাসটিতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। পাহাড় থেকে বিশাল পাথর গড়িয়ে পড়ায় বাসটি পুরোপুরি চ্যাপ্টা হয়ে যায়। এখন পর্যন্ত তিনজনকে জীবিত উদ্ধার করা হলেও আরও অনেকে বাসের ভেতরে আটকে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এসডিআরএফ) উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের পরিবারকে দুই লাখ রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। টানা বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটছে।