মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে অবস্থান করা সন্দেহভাজন কলম্বিয়ান গেরিলা কমান্ডাররা পালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে কলম্বিয়ার নিরাপত্তা বাহিনীর একটি সূত্র। মঙ্গলবার এএফপিকে দেওয়া তথ্যে বলা হয়, ওয়াশিংটনের সপ্তাহান্তের হামলার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে কলম্বিয়া সন্দেহ করে আসছে যে, সীমান্তবর্তী এলাকায় কোকেন পাচারের রুট নিয়ন্ত্রণকারী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) এবং বিলুপ্ত ফার্ক গোষ্ঠীর কিছু নেতা ভেনেজুয়েলায় আশ্রয় নিয়েছিলেন।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মাদুরো সরকারের সময় ইএলএনের একাধিক ঘাঁটি ভেনেজুয়েলায় কার্যত সহনীয় অবস্থায় ছিল, যদিও মাদুরো প্রশাসন এসব অভিযোগ অস্বীকার করেছে। কলম্বিয়ার সেনাবাহিনীর এক কর্মকর্তা জানান, সাম্প্রতিক হামলার পর গেরিলা নেতারা সীমান্ত পেরিয়ে দেশে ফেরার চেষ্টা করছেন। বোগোটার প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করেছে যে, মাদুরোর পতনের পর সীমান্ত এলাকায় তাদের উপস্থিতি জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হতে পারে।
এই প্রেক্ষাপটে ২,২০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্তজুড়ে হাজার হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং কুকুটা শহরে সেনাদের টহল লক্ষ্য করা গেছে।