সরকার হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত করোনারি স্টেন্টের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় অ্যাবট, বোস্টন সায়েন্টিফিক ও মেডট্রনিকের স্টেন্টের নতুন সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করেছে বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে। উদাহরণস্বরূপ, মেডট্রনিকের ‘রিজলিউট অনিক্স’ স্টেন্টের দাম ১,৪০,৫০০ থেকে কমিয়ে ৯০,০০০ টাকা করা হয়েছে। হাসপাতালগুলোতে নতুন দাম তালিকা প্রকাশ করা এবং ৫ শতাংশের বেশি সার্ভিস চার্জ না নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ কমবে এবং রোগীরা উপকৃত হবেন।