৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান প্রতিনিধি দল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সমর্থন জানান। তিনি বলেন, মাত্র ৪০ দিনের ব্যবধানে লিখিত পরীক্ষার তারিখ নির্ধারণ করা অন্যায্য ও অযৌক্তিক সিদ্ধান্ত, যা পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে। তিনি আরও বলেন, পিএসসির নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব হলো একটি ন্যায়সংগত ও শিক্ষার্থী-বান্ধব পরীক্ষাব্যবস্থা নিশ্চিত করা। প্রস্তুতির পর্যাপ্ত সময় না দেওয়া এবং হঠাৎ তারিখ ঘোষণা পরীক্ষাকে বিতর্কিত করে তুলছে। ইসলামী ছাত্র আন্দোলন জানিয়েছে, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলনে পাশে থাকবে। সংগঠনের অন্যান্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।