Web Analytics

ভারতে বাংলাদেশের কূটনৈতিক ও কনস্যুলার স্থাপনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানাতে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও হাইকমিশনারের বাসভবনের বাইরে সহিংস বিক্ষোভ এবং শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে উগ্রপন্থিদের ভাঙচুরের ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনায় ‘পরিকল্পিত সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের’ নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেন, হিন্দু চরমপন্থিদের একটি দল নিরাপত্তা বেষ্টনি ভেদ করে হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে এবং হাইকমিশনারকে হুমকি দিয়েছে, অথচ ভারত যথাযথ নিরাপত্তা দেয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, ঘটনাটি ছিল শান্তিপূর্ণ প্রতিবাদ এবং নিরাপত্তা লঙ্ঘনের কোনো চেষ্টা হয়নি। ডিসেম্বর মাসে এটি দ্বিতীয়বারের মতো ভারতীয় হাইকমিশনারকে তলব, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সংবেদনশীলতা বাড়িয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!