প্রশাসনে চলতি মাসে যুগ্মসচিব পদে পদোন্নতির জোর সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে এসএসবি বোর্ডের কার্যক্রম শেষ। দু’এক দিনের মধ্যে এ সংক্রান্ত সার-সংক্ষেপ প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হতে পারে। এবারের পদোন্নতিতে বিসিএস প্রশাসন ক্যাডারের ২৪তম ব্যাচকে মূল বিবেচনায় নিয়ে এগুচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও পদোন্নতির বিবেচনায় থাকছেন। নিয়মিত এবং আগের বঞ্চিত সব মিলিয়ে ৪৭৫ জন উপ-সচিবের যাবতীয় রেকর্ড যাচাই করা হয়েছে। এর মধ্যে ২৭৫ জনের পদোন্নতি হতে পারে। ২০২৪ সালের ডামি নির্বাচনে যারা ডিসির দায়িত্বপালন করেছেন, তারা রেড জোনে আছেন। তবে তদবির বাণিজ্যের মাধ্যমে চেষ্টা করছেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।