Web Analytics

শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। রাজধানীতে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্প নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের ট্রমা কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়গুলোতে টেকসই উদ্যোগ গ্রহণ জরুরি।

সভায় সভাপতিত্ব করেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। উপস্থিত ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুজান ভাইজ, ইউজিসি সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বক্তারা জানান, প্রকল্পের আওতায় ২২টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সেবা পেয়েছে এবং ২০ হাজার শিক্ষার্থীকে সামাজিক মাধ্যমে সচেতন করা হয়েছে। সুজান ভাইজ বলেন, নীতিমালা প্রণয়নের চেয়ে এর বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ।

জুলাই আন্দোলন-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মানসিক পুনর্বাসনে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অংশগ্রহণকারীরা মত দেন। তারা বিশ্ববিদ্যালয়, ইউজিসি ও ইউনেস্কোর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!