নওগাঁর সাপাহার উপজেলার আদাতলা সীমান্ত থেকে ভারতীয় বিএসএফ এক বাংলাদেশি, সিরাজুল ইসলামকে ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। স্ত্রী জানান, রাত ১০:৩০টায় বাড়ি থেকে বের হয়ে তিনি ভারতে যান এবং ফেরার পথে রাত ৩টার দিকে বিএসএফের হাতে ধরা পড়েন। বাকিরা পালিয়ে গেলেও তিনি সীমান্ত পিলার ৪৪/১-এস এলাকায় আটক হন। স্থানীয়রা পরিবারের কাছে ঘটনাটি জানায়। বিজিবি বিএসএফের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো বাংলাদেশিকে আটক করার কথা অস্বীকার করেছে।