Web Analytics

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে দিয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আগামী ২৩ ডিসেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছে। রোববার শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা অতিরিক্ত সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে।

ঢাকার সেনানিবাসের বিশেষ কারাগার থেকে গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে আদালতে হাজির করা হয়। তাদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানির আবেদন করেন। তবে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এ বিলম্বের বিরোধিতা করে বলেন, আসামিপক্ষ ইচ্ছাকৃতভাবে বিচারকাজ বিলম্ব করছে। পলাতক ছয় আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মানবতাবিরোধী অপরাধের এই মামলাটি সাম্প্রতিক সময়ে সবচেয়ে আলোচিত রাজনৈতিক মামলাগুলোর একটি। আগামী ২৩ ডিসেম্বরের শুনানিতে অভিযোগ গঠন প্রক্রিয়া এগোবে কি না, তা নিয়ে এখন সবার নজর ট্রাইব্যুনালের দিকে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!