Web Analytics

বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, মানুষ অপদস্থ হোক সেটি আমরা করব না। মানুষের অপরাধ থাকলে তার আইনসঙ্গত বিচার হবে। সাবেক সিইসি নুরুল হুদা, রকিব, হাবিবুল আউয়াল দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। সবকিছু তছনছ করে শেখ হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টা চালিয়েছে। এজন্য শুধু আমরা ধিক্কার ও ঘৃণা জানাই না, তাদের বিচার হতে হবে। অবশ্যই সেটা আইনসঙ্গতভাবে। শেখ হাসিনা যে পথ দেখিয়েছে, আমরা সে পথে যাব না।' এই সময় রিজভী জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেন। জানান- বিজয় মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, রক্তদান, গ্রাফিতি অঙ্কন, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকারবিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ অন্তত ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণ করবে বিএনপি। ৩০ জুন থেকে কর্মসূচি শুরু হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!