জিওপি'র সভাপতি নুরুল হক নুর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনটি রাজনৈতিক দল বাদে বাকি সব দল দ্রুত নির্বাচনের রোডম্যাপ চেয়েছে। নির্বাচন যে ডিসেম্বরের মধ্যে হওয়া প্রয়োজন সে বিষয়ে তারা বক্তব্য রেখেছেন। ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও নির্বাচন দিতে চান প্রধান উপদেষ্টা—এমনটাই জানিয়েছেন। নুর বলেন, মোটাদাগে সব রাজনৈতিক দলই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছে। সংস্কারের বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। আরও বলেন, সরকারের বেশ কিছু উপদেষ্টার কর্মকাণ্ড ও রাজনৈতিক মন্তব্যের কারণে দলগুলোর সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। যেসব উপদেষ্টাকে সরিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছি।