জুলাই গণঅভ্যুত্থানে আলোচিত তাহরিমা জান্নাত সুরভী সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। তার আইনজীবী ও গাজীপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল বিষয়টি নিশ্চিত করেন। দুপুরে আদালতের দেওয়া দুই দিনের রিমান্ড আদেশের বিরুদ্ধে রিভিশন দায়েরের পর বিচারক বয়সসহ অন্যান্য বিষয় বিবেচনায় নিয়ে রিমান্ড বাতিল করেন এবং চার সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
১৭ বছর বয়সী সুরভীর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তদন্ত ছাড়াই রিমান্ডে পাঠানোর ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন সংগঠন মামলাটিকে প্রতারণামূলক দাবি করে তার জামিনের আহ্বান জানায় এবং মামলার বাদী নাইমুর রহমান দূর্জয় ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তোলে।
আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, সুরভীর প্রতি অবিচার হয়েছে এবং তিনি ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।