বাংলাদেশ সরকার অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা আগামী ১৫ মার্চ পর্যন্ত বাড়িয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল বিজনেস কমিউনিটি অব বাংলাদেশের (এমবিসিবি) সঙ্গে তিন দিনব্যাপী আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকেই ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল ফোন আমদানিতে কোনো বাধা নেই এবং কোন মডেল বা কত পুরোনো ফোন আমদানি করা যাবে, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। জাতীয় রাজস্ব বোর্ড ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে শুল্ক পুনর্নির্ধারণে আলোচনা চলছে। ব্যবসায়ীদের লিখিত মতামত নিয়ে সরকার মধ্যস্থতা করবে।
মন্ত্রণালয় ব্যবসায়ীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সরকার অবৈধ মোবাইল ব্যবহারের নিয়ন্ত্রণ ও ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করতে চায়।