পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় বাংলাদেশ দলের জয়কে স্বাগত জানিয়ে অভিনন্দন জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রবিবারের ম্যাচে পাকিস্তান ১৯.৩ ওভারে ১১০ রানে গুটিয়ে গেলে, বাংলাদেশ ২৭ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে। মোস্তাফিজ ৬ রানে ২ উইকেট ও তাসকিন ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ইমন ৫৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন। উপদেষ্টা আশা প্রকাশ করেন, পরবর্তী ম্যাচগুলোতেও এই জয়ের ধারা অব্যাহত থাকবে।