Web Analytics

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) রাজধানীতে অননুমোদিত ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণে অভিযান শুরু করেছে। সোমবার সকালে সায়েন্সল্যাব এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, অনুমতি ছাড়া ঝুলানো সব ধরনের ব্যানার, পোস্টার ও বিলবোর্ড এক সপ্তাহের মধ্যে অপসারণ করা হবে। সম্প্রতি ডিএসসিসি একটি গণবিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, এসব কার্যক্রম ‘দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২’-এর পরিপন্থি।

সিটি করপোরেশন আইনে বলা আছে, অনুমতি ছাড়া বা নিষিদ্ধ স্থানে ব্যানার বা বিলবোর্ড স্থাপন করলে সর্বোচ্চ ১৫ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড হতে পারে। নির্বাচন কমিশনের নির্দেশনাও বিবেচনায় রেখে অভিযান পরিচালিত হচ্ছে। ডিএসসিসি সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে স্ব-উদ্যোগে এসব অপসারণের আহ্বান জানিয়েছে।

অভিযানের লক্ষ্য হলো নগরীর সৌন্দর্য ও শৃঙ্খলা বজায় রাখা। কর্তৃপক্ষ জানিয়েছে, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন ঢাকা গড়তে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Card image

Related Rumors

logo
No data found yet!