বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পের পর একাধিক মৃদু কম্পন অনুভূত হলেও বিশ্বের কিছু দেশে ভূমিকম্পের ঝুঁকি অত্যন্ত কম। এসব দেশ প্রধান ভূমিকম্প ফল্টলাইন থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় সেখানে প্রাকৃতিক ভূমিকম্প প্রায় ঘটে না। উত্তর-মধ্য আফ্রিকার চাদ ও নাইজারে ভূমিকম্পের ঝুঁকি খুবই কম, তবে বন্যা, খরা ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা রয়ে গেছে। পশ্চিম আফ্রিকার আইভরি কোস্ট ও বুরকিনা ফাসোতেও ভূমিকম্প বিরল, যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষি ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউরোপের ফিনল্যান্ড, ডেনমার্ক, লাটভিয়া ও আয়ারল্যান্ডে প্রধান ফল্টলাইন এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে থাকায় ভূমিকম্প প্রায় ঘটে না। ফিনল্যান্ডে মাঝে মাঝে খননজনিত মানবসৃষ্ট কম্পন দেখা যায়। বাহামা ও উরুগুয়েতে ভূমিকম্প বিরল হলেও উপকূলীয় বন্যা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি রয়েছে। এসব দেশ ভূমিকম্পের দিক থেকে নিরাপদ হলেও অন্যান্য প্রাকৃতিক বিপদের মুখোমুখি।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।