Web Analytics

জার্নাল *মোবাইল ডিএনএ*-তে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, বৈশ্বিক উষ্ণতার সঙ্গে মানিয়ে নিতে মেরু ভালুকের ডিএনএ দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুক্তরাজ্যের ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা গ্রিনল্যান্ডের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের ১৭টি মেরু ভালুকের রক্তের নমুনা বিশ্লেষণ করে দেখেছেন, তাদের ডিএনএতে ‘জাম্পিং জিন’ বা চলমান জিনের সক্রিয়তা বেড়েছে। এই জিনগুলো অন্যান্য জিনের কার্যকারিতাকে প্রভাবিত করে।

গবেষণায় দেখা যায়, তাপমাত্রা বৃদ্ধির ফলে দক্ষিণ-পূর্ব গ্রিনল্যান্ডের ভালুকদের জাম্পিং জিনের কার্যকারিতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে, যা মেটাবলিজম, তাপমাত্রা সহনশীলতা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণে পরিবর্তন আনছে। গবেষণার প্রধান ড. অ্যালিস গডেন বলেন, এটি মেরু ভালুকদের উষ্ণ পরিবেশে অভিযোজনের জিনগত ইঙ্গিত হতে পারে।

তবে তিনি সতর্ক করে বলেন, এই পরিবর্তন বিলুপ্তির ঝুঁকি দূর করে না। বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো ও তাপমাত্রা বৃদ্ধির গতি রোধ করাই মেরু ভালুক সংরক্ষণের একমাত্র কার্যকর উপায়।

Card image

Related Rumors

logo
No data found yet!