পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে গুলিবিদ্ধ হয়ে রাজু ইসলাম (৩৪) নামে এক গরু ব্যবসায়ী মারা গেছে। জানা গেছে, শনিবার রাতে রাজুসহ ৪-৫ যুবক ঘাগড়া ঝুলিপাড়া সীমান্তের কাছে গরু আনতে যায়। এসময় সীমান্তের বিপরীতে ভারতের কাঞ্চজঙ্ঘা বিওপির বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে সকলে পালিয়ে আসলেও রাজুর দুই পায়ে গুলি লাগে। পরে বাড়ি ফিরলে হাসপাতালে নেওয়ার পথে রাজু মৃত্যুবরণ করেন। তবে হার্ট অ্যাটাকে মারা গেছেন নাকি পায়ে গুলিবিদ্ধ হওয়ার ফলে, এ নিয়ে দ্বিধা রয়েছে! জানা গেছে, পূর্বেও রাজু দুইবার হার্ট অ্যাটাকের শিকার হন।