গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ঘিরে সহিংসতায় অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতরা হলেন দীপ্ত সাহা (২৫), রমজান কাজী (১৮) ও সোহেল রানা মোল্লা (৩০)। তাদের সবাইকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের পর গোপালগঞ্জে রাত ৮টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এনসিপি সমাবেশ শেষে ফেরার সময় তাদের গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালায়। এতে গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলা হয়।