Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাঙ্গু জেলায় একটি পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় অন্তত তিন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে শাহু রোডের কাজি তলাব চেকপোস্টে এ হামলা চালানো হয়। পুলিশ জানায়, সন্ত্রাসীরা লক্ষ্যবস্তু করে গুলি চালালে দীর্ঘ সময় ধরে বন্দুকযুদ্ধ চলে। জেলা পুলিশ কর্মকর্তা খান জেব খান জানান, পুলিশ সদস্যরা সাহসিকতার সঙ্গে হামলাকারীদের মোকাবিলা করেন এবং পরে অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। নিহতদের মধ্যে এলএইচসি ওহিদ শাহ ও কনস্টেবল আবদুল সমাদের পরিচয় জানা গেছে, অন্যজনের পরিচয় এখনো নিশ্চিত নয়। প্রাদেশিক মুখ্যমন্ত্রী সোয়াইল আফরিদি হামলাটিকে কাপুরুষোচিত ও শান্তি বিঘ্নিত করার প্রচেষ্টা বলে নিন্দা জানান এবং হামলাকারীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!