আওয়ামী লীগ সরকারের পতনের পর চাপের মুখে থাকা বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তার বিরুদ্ধে রিজার্ভ চুরি ও নগদ-এর অনিয়মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। মেজবাউল ২০২২ সালের ডিসেম্বরে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান। ওই দিনই তাকে মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়। সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ হিসেবেও পরিচিতি রয়েছে তার। সেই সূত্রে আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিভিন্ন ডিজিটাল লেনদেনের উদ্যোগে সম্পৃক্ত ছিলেন তিনি। গণঅভ্যুত্থানের পর মেজবাউলকে প্রধান কার্যালয় থেকে বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিসে বদলি করা হয়।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।