দেশে ব্যাংকিং খাত মানি লন্ডারিংয়ের বড় ভিকটিম জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, বড় বড় কিছু গ্রুপ ও পরিবার অর্থ পাচার করে বিদেশে আড়াই থেকে তিন লাখ কোটি টাকা নিয়ে গেছে। সবমিলিয়ে গত ১৫ বছরে ব্যাংকিং খাতে প্রায় পাঁচ লাখ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের বড় একটি গ্রুপ প্রায় দেড় লাখ কোটি টাকা পাচার করেছে। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আমাদের মূল দায়িত্ব সামগ্রিক অর্থনীতিতে ভারসাম্য নিয়ে আসা। শেয়ারবাজার ও রিজার্ভ স্থতিশীল আছে। রপ্তানি বাড়ছে। মূল্যস্ফীতি এখন সহনীয়। বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে নিয়মিত এলএনজি আমদানি হচ্ছে। স্বস্তির মধ্যে আছে সব।