সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর অসুস্থতার বিষয়ে আজ বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে। রোববার দুপুরে ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা লেখেন, ‘আজ বেলা ৩টার সময় হাসপাতালে বোর্ড মিটিং বসবে। এই বোর্ড মিটিংয়ের পর জানানো যাবে চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত কী হবে। আপনাদের প্রতি অনুরোধ, নির্ভরযোগ্য সূত্র ব্যতীত আপনারা অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত হবেন না।’ প্রসঙ্গত, গতকাল শনিবার কক্সবাজারে এসে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়।