শনিবার রাত নয়টায় ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ জন ছাত্রদলে যোগ দিয়েছেন। তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদলের নবগঠিত নেতারা। ছাত্রদলে যোগ দেওয়া পাঁচজন হলেন-জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান। ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় জানান, জাতীয়তাবাদী আদর্শ লালন করে তারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে সক্রিয় কর্মী ছিলেন। আমরা তাদের ছাত্রদলে ফুলের মালা দিয়ে বরণ করে স্বাগত জানিয়েছি।