অবশেষে সম্পন্ন হয়েছে ইসরাইল ও হামাসের মধ্যকার চলমান প্রথম ধাপের যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি। এই ধাপে শনিবার ৫ জন জিম্মিকে রেড ক্রসের মাধ্যমে ইসরাইলী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ষষ্ট জিম্মিকে পরবর্তীতে মুক্তি দেওয়া হবে। খবর এএফপির। এদের মুক্তির বিনিময়ে ৬০০ এর বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিচ্ছে ইসরাইল, তন্মধ্যে ৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। হামাস বলেছে, আর কোনো জিম্মিকে মুক্তি দেওয়া হবে না যদি সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করা হয়। ইসরাইলী প্রধানমন্ত্রী বলেছে হামাসকে সাময়িকভাবে পরাজিত করা তাদের লক্ষ্য!