ইসরায়েলি পার্লামেন্ট অধিবেশন চলাকালে ৭ অক্টোবরে হামলার জেরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ২ জন। দেশটির বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ ধস্তাধস্তির ভিডিও শেয়ার করেছেন। আল জাজিরা জানিয়েছে, ‘অক্টোবর কাউন্সিল’ নামের একটি এনজিওর কয়েকজন সদস্যের নেসেটে প্রবেশের চেষ্টাকে ঘিরে এই ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে তাদের পার্লামেন্টে প্রবেশ করতে দেওয়া হয়। তারা নেতানিয়াহুর বক্তৃতাকালে পৃষ্ঠ প্রদর্শন করে প্ল্যাকার্ড তুলে ধরেন। এনজিওটিতে হামলায় ক্ষতিগ্রস্ত ১০০০ পরিবার অন্তর্ভুক্ত রয়েছে।