রাজশাহীতে ‘জুলাই ৩৬ মঞ্চ’-এর ডাকে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাও ও লং মার্চ কর্মসূচি বৃহস্পতিবার পুলিশের বাধার মুখে পড়ে। দুপুরে মিছিলটি হাইকমিশন থেকে প্রায় ১০০ মিটার দূরে ব্যারিকেডে আটকে দেওয়া হয়। বিক্ষোভকারীরা সেখানে অবস্থান নিয়ে অগ্রসর হওয়ার অনুমতি চান, কিন্তু অনুমতি না পেয়ে জোর করে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। পরে তারা ব্যারিকেডের সামনে বসে অবস্থান কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল থেকেই ভদ্রা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসন হাইকমিশনের আশপাশের সড়ক বন্ধ করে দেয়, ফলে বিক্ষোভকারীরা কার্যালয়ের সামনে যেতে পারেননি। রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার নাসির ফরহাদ জানান, পুলিশ কূটনৈতিক স্থাপনা ঘেরাওয়ের চেষ্টা ব্যর্থ করেছে।
ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও কূটনৈতিক সংবেদনশীলতার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পরিস্থিতি বিকেলের মধ্যে নিয়ন্ত্রণে আসে এবং কোনো বড় ধরনের সংঘর্ষ বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।