প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ঘোষিত সময় অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। মাত্র দশ মাস হাতে থাকায় ভোটার তালিকা হালনাগাদ, দল নিবন্ধন ও আসন পুনর্বিন্যাসের মতো চ্যালেঞ্জিং কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হচ্ছে। সময় স্বল্পতা সত্ত্বেও কর্মকর্তারা বলছেন, প্রস্তুতি চলছে। বিশেষজ্ঞদের মতে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা ও সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় থাকলে এ সময়ের মধ্যেই নির্বাচন আয়োজন সম্ভব।