Web Analytics

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নিলে তার দলও প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে যদি নির্বাচন কেবল বিএনপি ও এনসিপিকে ঘিরে একতরফা হয়, তাহলে জনগণ ভোট দিতে আগ্রহ হারাবে। ১১ ডিসেম্বর টাঙ্গাইল জেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

কাদের সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অবিচল থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হলে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তিনি অতীতে জামায়াত-শিবিরকে সুযোগ দেওয়াকে ভুল হিসেবে উল্লেখ করেন এবং শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীও বলেন, সুষ্ঠু পরিবেশ না থাকলে জনগণের ভোটের আগ্রহ কমে যাবে। বিশ্লেষকদের মতে, এসব মন্তব্য আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের প্রতিফলন।

Card image

Related Rumors

logo
No data found yet!