Web Analytics

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা ১২ জানুয়ারির মধ্যেই দেওয়া হবে। শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। জামায়াত ইসলামীসহ কয়েকটি দলের সঙ্গে নির্বাচনি জোট করেছে এনসিপি, তবে এখনো আনুষ্ঠানিকভাবে আসন বণ্টনের ঘোষণা আসেনি।

নাহিদ ইসলাম জানান, ইউরোপীয় ইউনিয়নকে তারা জানিয়েছেন যে নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে তাদের আত্মবিশ্বাস নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ দলকে সুবিধা দিতে প্রশাসনে পক্ষপাতমূলক বার্তা যাচ্ছে। ঋণখেলাপি থাকা অনেকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্নভাবে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচার না হওয়ায় নিরাপত্তাহীনতা বিরাজ করছে বলে নাহিদ ইসলাম মন্তব্য করেন এবং নির্বাচন কমিশনের কঠোর পদক্ষেপের প্রত্যাশা জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!