বাংলাদেশের নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাঠে নামিয়েছে। তারা ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত দায়িত্ব পালন করবেন এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইসি তফসিল ঘোষণা করে ১২ ফেব্রুয়ারি ভোটের দিন নির্ধারণ করে। তফসিল ঘোষণার পরপরই ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়ে প্রতিটি উপজেলা ও থানায় অন্তত দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা দেন।
এই উদ্যোগের মাধ্যমে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা ও অনিয়ম প্রতিরোধে ইসির কঠোর অবস্থান স্পষ্ট হয়েছে। কর্মকর্তারা আশা করছেন, এই ব্যবস্থা ভোটের স্বচ্ছতা ও জনআস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।