Web Analytics

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাকে আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫)-এর ধারা ২৪ (১) (ঘ) এবং মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯–এর বিধি ২২ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদমর্যাদায় সার্বক্ষণিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এই পদে দায়িত্ব পালন করবেন।

বিএফআইইউ বাংলাদেশ ব্যাংকের অধীনে পরিচালিত একটি আর্থিক গোয়েন্দা সংস্থা, যা মানি লন্ডারিংসহ আর্থিক অপরাধ প্রতিরোধে কাজ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!