জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানি ব্যাপকভাবে বেড়েছে। গত ছয় মাসে বন্দরে এসেছে সাত হাজারেরও বেশি গাড়ি, যার মধ্যে ৬ হাজার ৬৫১টি গাড়ি আমদানিকারকরা ছাড় করিয়েছেন। এই সময়ে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার ১৫৩ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ১৬টি বিশেষায়িত রো রো জাহাজে করে ৮৪১টি নতুন ও ৬ হাজার ২২৫টি রিকন্ডিশনড গাড়ি এসেছে, যা এত অল্প সময়ে আমদানির নতুন রেকর্ড।
গাড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে মাইক্রোবাস ও হায়েচ ধরনের গাড়ির চাহিদা বেড়েছে। পাশাপাশি নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে আসবে—এই আশায় অনেকেই ব্যক্তিগত গাড়ি কিনছেন। ডলার সংকট ও উচ্চ করের কারণে দীর্ঘদিন মন্দা থাকা বাজারে এখন পুনরুদ্ধারের ইঙ্গিত দেখা যাচ্ছে। বন্দরে প্রতিদিন ৪০ থেকে ৫০টি গাড়ি ডেলিভারি হচ্ছে, যা আগে ছিল দৈনিক ৮ থেকে ১০টি।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে গাড়ি ডেলিভারি বাড়লেও কিছু ব্যবসায়ী মনে করছেন, মোংলা বন্দরের জরিমানা নীতির কারণে আমদানি চট্টগ্রামমুখী হয়েছে, বাজারে বিক্রি ততটা বাড়েনি।