Web Analytics

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম বন্দরে গাড়ি আমদানি ব্যাপকভাবে বেড়েছে। গত ছয় মাসে বন্দরে এসেছে সাত হাজারেরও বেশি গাড়ি, যার মধ্যে ৬ হাজার ৬৫১টি গাড়ি আমদানিকারকরা ছাড় করিয়েছেন। এই সময়ে চট্টগ্রাম কাস্টম হাউস রাজস্ব আদায় করেছে প্রায় ১ হাজার ১৫৩ কোটি টাকা, যা আগের অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। ১৬টি বিশেষায়িত রো রো জাহাজে করে ৮৪১টি নতুন ও ৬ হাজার ২২৫টি রিকন্ডিশনড গাড়ি এসেছে, যা এত অল্প সময়ে আমদানির নতুন রেকর্ড।

গাড়ি ব্যবসায়ীরা জানিয়েছেন, নির্বাচনকে কেন্দ্র করে মাইক্রোবাস ও হায়েচ ধরনের গাড়ির চাহিদা বেড়েছে। পাশাপাশি নির্বাচনের পর দেশে স্থিতিশীলতা ফিরে আসবে—এই আশায় অনেকেই ব্যক্তিগত গাড়ি কিনছেন। ডলার সংকট ও উচ্চ করের কারণে দীর্ঘদিন মন্দা থাকা বাজারে এখন পুনরুদ্ধারের ইঙ্গিত দেখা যাচ্ছে। বন্দরে প্রতিদিন ৪০ থেকে ৫০টি গাড়ি ডেলিভারি হচ্ছে, যা আগে ছিল দৈনিক ৮ থেকে ১০টি।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ে গাড়ি ডেলিভারি বাড়লেও কিছু ব্যবসায়ী মনে করছেন, মোংলা বন্দরের জরিমানা নীতির কারণে আমদানি চট্টগ্রামমুখী হয়েছে, বাজারে বিক্রি ততটা বাড়েনি।

Card image

Related Rumors

logo
No data found yet!