Web Analytics

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ মোট ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পাঁচটি জেলায় পরিচালিত এসব অভিযানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন। প্রথম অভিযানটি ১০ ডিসেম্বর কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু ও সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে পরিচালিত হয়। সেখানে ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করে ৪২ জন বাংলাদেশিকে বিভিন্ন ভিসা ও নথিপত্রের অনিয়মের কারণে আটক করা হয়।

তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, ২৭ জন পারমিট শর্ত ভঙ্গ, ১৩ জন বৈধ নথি না থাকা এবং দুইজন অনুমোদিত সময়ের বেশি অবস্থানের অভিযোগে গ্রেফতার হয়েছেন। আটক ব্যক্তিদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। দ্বিতীয় অভিযানে কুয়ালাতেরেঙ্গানু, মারাং ও দুঙ্গুনে আরও ১৪ জনকে ধরা হয়, যাদের মধ্যে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া থেকে পাঁচজন করে, থাইল্যান্ডের তিনজন এবং মিয়ানমারের একজন রয়েছেন।

ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, যা মালয়েশিয়ার শ্রমবাজারে বৈধতা ও নিয়ম মেনে চলার প্রচেষ্টার অংশ।

Card image

Related Rumors

logo
No data found yet!