জুলাই গণঅভ্যুত্থানে এখন পর্যন্ত সর্বশেষ শহিদ মো. হাসানের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বিমানবন্দরে উপস্থিত হয়ে তারা শহিদের মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধা শহিদ হাসানের মায়ের ইচ্ছা অনুযায়ী তাকে নোয়াখালী জেলার সুবর্ণচরে দাফন করা হবে। শহিদ মো. হাসান থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।