বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, যারা নির্বাচন পেছানো বা অনিশ্চিত করতে চায়, তারা গণতন্ত্রবিরোধী। তিনি বলেন, ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপির একজন কর্মীও রাজপথ ছাড়বে না। যশোরে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে তিনি এসব বলেন। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটানোর মতোই এবার জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা কটূক্তি না করলেও শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানকে অবমাননার জবাবে জনগণ নিশ্চুপ থাকবে না। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শত্রুর ফাঁদে পা না দিয়ে সংযম ধরে রাখতে হবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।