ঢাকার উত্তরায় ক্ষুব্ধ জনতা দুই ছিনতাইকারীকে ধরে পিটিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজে উল্টো ঝুলিয়ে রাখে। মঙ্গলবার রাত ৯টায় এই ঘটনা ঘটে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে। এর আগে সন্ধ্যায় উত্তরার আব্দুল্লাহপুরেও দুই ছিনতাইকারীকে ধরে মারধরের খবর পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, ছিনতাইকারীরা এক ব্যক্তির মোবাইল ছিনিয়ে পালানোর চেষ্টা করছিল। তারা নিজেদেরকে “বাচ্চু ছিনতাই গ্রুপের” সদস্য বলে স্বীকার করেছে।