Web Analytics

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জামায়াত আমির ডা. শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের রোববার সন্ধ্যায় ফেসবুকে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, আগস্টের ৫ তারিখে জামায়াত নেতার বাসায় শুরু হওয়া প্রক্রিয়া এখন পূর্ণতা পেয়েছে এবং যারা এতে পরিশ্রম করেছেন তাদের অভিনন্দন জানান। তবে তিনি নাহিদ ইসলামদের মানুষের আবেগ নিয়ে প্রতারণার অভিযোগ করেন।

জামায়াতের নেতৃত্বাধীন আট দলের জোটে এনসিপির পাশাপাশি লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)ও যুক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান জানান, আরও কয়েকটি দল যোগ দিতে আগ্রহ প্রকাশ করলেও বর্তমান পরিস্থিতিতে নতুন দল অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অনুষ্ঠানে কর্নেল অলী আহমেদ বীর বিক্রম, আশরাফ আলী আকন, আহমদ আব্দুল কাদের ও রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এই ঘোষণার মাধ্যমে জাতীয় নির্বাচনের আগে জামায়াত নেতৃত্বাধীন জোটের পরিধি আরও বিস্তৃত হলো।

Card image

Related Rumors

logo
No data found yet!