জনপ্রশাসন মন্ত্রণালয় ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫-এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২৯ সেপ্টেম্বর ও ২৭ অক্টোবরের চিঠির ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা বেতন পাবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা সরকার নির্ধারিত প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। তারা দুই বছর শিক্ষানবিস হিসেবে কাজ করবেন, যা প্রয়োজনে আরও দুই বছর বাড়ানো যেতে পারে। প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে শেষ করলে চাকরি স্থায়ী হবে। প্রজ্ঞাপনে চাকরি ত্যাগ, শৃঙ্খলাবিধি, মিথ্যা তথ্য প্রদান বা বিদেশি নাগরিককে বিয়ে করলে নিয়োগ বাতিলের শর্তও উল্লেখ করা হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের ১ ফেব্রুয়ারির মধ্যে নির্ধারিত দপ্তরে যোগ দিতে হবে, যৌতুকবিরোধী অঙ্গীকারনামা ও সম্পত্তির বিবরণী জমা দিতে হবে। শর্ত না মানলে নিয়োগ বাতিল হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।