সিরিয়ার তারতুসের কাছে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে। ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা তারতুস বন্দর থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের জন্মস্থান কারদাহা এলাকায় পূর্ববর্তী সিরিয়ার সরকারের অস্ত্র মজুদ থাকা একটি সামরিক স্থানে হামলা চালিয়েছে। সানা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।