বিএনপি নেত্রী অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, দেশের জনগণ ভোট নিয়ে আর কোনো টালবাহানা দেখতে চায় না। তাদের চোখে আগামীর বাংলাদেশকে যেভাবে দেখতে চায়, ঠিক সেভাবেই গড়তে হবে। জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে এখনই তাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের মাধ্যমে তাদের ভোটদানের সুযোগ নিশ্চিত করতে হবে। আরও বলেন, বিএনপি কোনো দিনই দেশ ও জনগণের স্বার্থে কারো সঙ্গে আপস করে না। যে কারণে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে একমাত্র বিএনপিই রাজপথে অবিচল ছিল। জনগণ সঙ্গে নিয়ে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বিএনপির আন্দোলনের পরিসমাপ্তি হবে।