ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ড্রোন হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী, যা গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ বলে জানানো হয়েছে। হামলাটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে বলে দাবি করা হয়েছে। গাজায় অবরোধ ও আগ্রাসন বন্ধ না হলে হামলা অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেন। ২০২৩ সালের অক্টোবরে গাজা সংঘাত শুরুর পর থেকে ৫৪,৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইয়েমেনের অবস্থান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে সামরিক চাপ ও বিরোধিতার বার্তা বহন করে।