উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের পর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জরুরি হটলাইন (01949043697) চালু করা হয়েছে। বিমানটি সোমবার ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছু সময় পরই বিধ্বস্ত হয়। এতে আগুন ধরে যায় হায়দার হল ভবনে। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে, যাদের বেশিরভাগই শিক্ষার্থী এবং অবস্থাও আশঙ্কাজনক। চিকিৎসকদের একটি বিশেষ দল আহতদের চিকিৎসা দিচ্ছেন।