বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম আগামী ৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, নির্বাচন না হলে এর দায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।
তিনি অভিযোগ করেন, ইতিহাসে প্রথমবারের মতো জকসু নির্বাচন না করার জন্য নানা চক্রান্ত চলছে এবং কারা এই নির্বাচন পেছানোর পেছনে রয়েছে তা সবার জানা। এর আগেও কয়েকটি ছাত্র সংসদ নির্বাচন পেছানোর পেছনে একই ধরনের চক্রান্ত ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে বদ্ধপরিকর।
এর আগে ৩০ ডিসেম্বরের নির্ধারিত ভোটগ্রহণের দিন বিশেষ সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। পরে প্রার্থী ও শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ৬ জানুয়ারি নতুন ভোটের তারিখ ঘোষণা করে। তবে শিক্ষার্থীদের মধ্যে এখনো ভোট অনুষ্ঠিত হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা বিরাজ করছে।