Web Analytics

আগামী ১৪ জানুয়ারি বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মূল ট্রফি। কোকা-কোলার আয়োজনে বৈশ্বিক ট্রফি ট্যুরের অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আগেই বিষয়টি নিশ্চিত করেছিল, পরে কোকা-কোলা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করে। ফুটবলপ্রেমীরা কাছ থেকে ট্রফি দেখার ও ছবি তোলার সুযোগ পাবেন।

কোকা-কোলা কোম্পানির ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে জানান, এই ট্রফি ট্যুরের উদ্দেশ্য হলো ভক্তদের ফুটবলের কেন্দ্রবিন্দুর আরও কাছে নিয়ে আসা এবং খেলাটির আবেগ ও উত্তেজনা উদযাপন করা। ১৫০ দিনের এই বৈশ্বিক সফরে ট্রফিটি ৩০টি ফিফা সদস্য দেশে ৭৫টি স্থানে প্রদর্শিত হবে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমি গাই বলেন, এবারের সফরটি বিশেষ কারণ এটি কোকা-কোলার সঙ্গে ফিফার ট্রফি ট্যুরের ২০ বছর পূর্তি উদযাপন করছে।

বাংলাদেশে কোকা-কোলা চালু করেছে ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রচারণা, যার মাধ্যমে ভক্তরা ট্রফি দেখার টিকিট ও ছবি তোলার সুযোগ জিততে পারবেন।

Card image

Related Rumors

logo
No data found yet!