ব্যাটারির ত্রুটির কারণে শাওমি প্রায় ১ লাখ ৪৭ হাজার ইউনিট ৩৩ ওয়াট পাওয়ার ব্যাংক (মডেল PB2030M1) বাজার থেকে ফিরিয়ে নিচ্ছে। গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে বিক্রি হওয়া ২০ হাজার এমএএইচ ক্ষমতার ডিভাইসগুলোতে ১২৬২৮০ ব্যাটারি সেলের ত্রুটি ধরা পড়ে, যা দীর্ঘ ব্যবহারে বা একাধিক ডিভাইস চার্জে ঝুঁকি তৈরি করতে পারে। যদিও কোনো দুর্ঘটনা ঘটেনি, কোম্পানি ১৫৯ ইউয়ান (প্রায় ২২ ডলার) পূর্ণ অর্থ ফেরত দেবে। এশিয়ার অন্যান্য ব্র্যান্ডেও সম্প্রতি এ ধরনের ঝুঁকি দেখা গেছে।